বিস্মিহী তা’য়ালা
আশরাফুল কুরআন ক্যাডেট মাদরাসা
ভাদুরিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
ভর্তি ফরম
মুহতারাম,
প্রধান শিক্ষক সমীপেষূ (দাঃ বাঃ)
বিনীত আরজ এই যে, আমি............................................................. আপনার পরিচালনাধীন প্রতিষ্ঠানের যাবতীয় নীতিমালা শ্রদ্ধার সাথে মানিয়া চলিবার পূর্ণ অঙ্গিকারে ভর্তির অনুমতি চাহিতেছি। আশা করি অনুমতি দানে সম্মত হইয়া দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনে সাহায্য করিতে আপনার মর্জি হয়।
ছাত্র/ছাত্রীর নামঃ......................................................................................... বয়সঃ.................................
পিতার নামঃ................................................... মোবাইল নংঃ..................................... পেশাঃ......................
ঠিকানা- গ্রামঃ........................................................................ ডাকঃ......................................................
থানাঃ................................................................................. জেলাঃ......................................................
অভিভাবকের নাম ও ঠিকানাঃ...................................................................................................................
সম্পর্কঃ.................................................... অভিভাবকের মোবাইল নংঃ.......................................................
পূর্ব প্রতিষ্ঠানের নামঃ..............................................................................................................................
পূর্ব প্রতিষ্ঠান ত্যাগের কারণঃ....................................................................................................................
যে যে বই পড়া হইয়াছেঃ.........................................................................................................................
.........................................................................................................................
যে যে বই পড়িতে ইচ্ছুকঃ ......................................................................................................................
. ........................................................................................................................
পরীক্ষকের নামঃ...................................................................................................................................
পরীক্ষকের মন্তব্য ও নাম্বারঃ................................................................ স্বাক্ষরঃ...........................................
অন্য প্রতিষ্ঠান হইতে আগত হইলে সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ছাড়পত্র দাখিল করা হইল
ইতিপূর্বে যে শ্রেণীতে অধ্যায়ন করিয়াছে সেই শ্রেণীর বার্ষিক ফলাফল দাখিল করা হইল।
অঙ্গিকারনামা
আল্লাহ্পাককে স্বাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে,
০১. আমি........................................................................ আল্লাহপাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইল্মে দ্বীন শিক্ষা করিব। জাগতিক কোন ভোগ বিলাসের জন্য নয়।
০২. ইল্ম অনুযায়ী আমল করিব। খাওয়া, শোয়া, ওঠা, বসা, চলাফেরা, প্রসাব, পায়খানা, কথাবার্তা ও লেবাস পোষাক ইত্যাদিতে সুন্নাতের অনুসরণ করিব এবং যাদেরকে ছালাম দেয়া সুন্নাত তাদের সকলকে ছালাম দিব ও শরীয়তের যাবতীয় হুকুম পালন করিব।
০৩. নিজের শরীর, পোষাক পরিচ্ছদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখিব।
০৪. পাঁচ ওয়াক্ত নামায সময়মত আদায় করিব এবং শরীয় পর্দা আনন্দ চিত্তে পালন করিব।
০৫. হিংসা, অহংকার, গিবত, শেকায়েত ইত্যাদি খারাপ কাজ থেকে দূরে থাকিব।
০৬. ছোট বড় সকল শিক্ষার্থীদের সঙ্গে সর্বদা সৎ ব্যবহার করিব এবং নিজে ত্যাগী ও বিনয়ী হইব।
০৭. বিনা অনুমতিতে কাহারো মাল অথ্যাৎ খাতা, কলম, চক, শ্লেট, বই, ব্যাগ, জুতা, হাত রুমাল, সাবান, প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করিব না।
০৮. আকিদা- বিশ^াস, আমল-আখলাক নষ্ট হয়, এমন ধরনের কোন বাই পুস্তক, পত্র-পত্রিকা ও ম্যাগাজিন পড়িব না বা আমার নিকট রাখিব না।
০৯. কোন ধরনের মোবাইল ফোন সঙ্গে রাখিব না। মোবাইলে গান বাদ্য শুনিব না, অন্যের মোবাইলে কোন খারাপ ছবি ইত্যাদি দেখিব না ও টিভির পর্দায় বসিব না।
১০. মাদ্রাসার সমস্ত উস্তাদ ও সকল মুরুব্বীদের সর্বদা সর্বক্ষণ ইজ্জত করিব। সদা সত্য কথা বলিব, মিথ্যার আশ্রয় নিব না। ফেৎনা- ফ্যাসাদ, ঝগড়া বিবাদ, কলহ ইত্যাদি হইতে দূরে থাকিব।
১১. মাদ্রাসার যাবতীয় মাল আসবাব প্রাণতুল্য হেফাজত করিব, কোন প্রকার ক্ষতি করিব না এবং সাধ্য অনুযায়ী কাহাকেও ক্ষতি করিতে দেব না।
১২. ধর্য্যাতিত ব্যাপারে নিজ হাতে বিচার না করিয়া শিক্ষা প্রধান অথবা উপস্থিত শিক্ষক মন্ডলীগণকে অবহিত করিব।
১৩. মাদ্রাসায় উপস্থিত হওয়ার পর অনুমতি ব্যতিত মাদ্রাসার বাউন্ডারির বাহিরের যাইব না।
১৪. কোন কঠিন রোগ থাকলে অবশ্যই অবহিত করতে হবে।
বিঃ দ্রঃ উল্লেখিত যে কোন প্রতিজ্ঞা ভঙ্গের দরুন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন বা বহিষ্কার করিতে পারেন, ইহাতে আমার বা আমার অভিভাবকের কোন আপত্তি থাকিবে না। আমি উক্ত অঙ্গিকার পত্রের প্রতিটি শর্ত পাঠ করতঃ বুঝিয়া স্বেচ্ছায় অত্র অঙ্গীকার পত্রে স্বাক্ষর করিলাম।
মুহতামিম সাহেবের অনুমোদন অভিভাবকের অঙ্গিকারকারীর
স্বাক্ষরঃ............................... স্বাক্ষরঃ............................... স্বাক্ষরঃ...............................
তারিখঃ.............................. তারিখঃ.............................. তারিখঃ..............................
No comments:
Post a Comment