ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০১
বিস্মিল্লাহির রাহমানির রাহিম
** গ ঠ ণ ত ন্ত্র **
*** ভুমিকা ঃ- পৃথিবীর যে কোন উন্নয়নশীল দেশের সংঙ্গে সমানে সমান তাল মিলিয়ে চলার যে উপায় তাইতো সংগঠন। বর্তমানে আমাদের সমাজ ও রাষ্টীয় জীবনে মূল্যবোধের অবক্ষয়ের যে ধ্ব¦ংস লীলা চলছে তার হাত থেকে সমাজ, জাতি ও রাষ্টকে রক্ষার জন্য সমাজ জীবনে ইসলামি চিন্তা ভাবনা ও ধর্মীয় ভাব প্রবনতার প্রতিফলন ঘটানো একান্ত আবশ্যক। ঐক্য ও আর্দশের মাধ্যমে যুব সমাজকে এক ব্যাপক বৈজ্ঞানিক প্রযুক্তির অনুশীলনের অঙ্গীকার সামনে রেখে আমরা “ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি” টি প্রতিষ্ঠা করেছি। জনসেবা ও মানবিক মূল্যবোধ ও বিভিন্ন জনহিতকর পরিকল্পনা বাস্তবায়ন করা এই সংগঠনের মূখ্য ভূমিকা।
ধারা নং ঃ- ১(এক)ঃ- প্রতিষ্ঠানের নাম : ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি ।
ধারা নং ঃ- ২(দুই) ঃ- প্রতিষ্ঠানের ঠিকানা : গ্রাম : ভাদুরিয়া, ডাকঘর : ভাদুরিয়া, ইউনিয়ন : ভাদুরিয়া, থানা : নবাবগঞ্জ, জেলা : দিনাজপুর।
ধারা নং ঃ-৩(তিন) ঃ- প্রতিষ্ঠানের কার্য্য এলাকা : অত্র ক্লাবের কার্যক্রমের আওতাভুক্ত এলাকা হইবে ভাদুরিয়া ইউনিয়নের অন্তর্ভূক্ত ভাদুরিয়া গ্রামবাসী।
ধারা নং ঃ-৪(চার) ঃ- প্রতষ্ঠিানের লক্ষ্য ও উদ্দেশ্যবলী ঃ-
এই প্রতিষ্ঠানটি হইবে মুলত একটি জনকল্যাণ মুলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। তাই নি¤œ বর্ণিত
লক্ষ্য ও উদ্দেশ্যবলী এই প্রতিষ্ঠানের আওতায় পরিচালিত হইবে। যেমন ঃ-
(ক) শিশু কল্যাণ।
(খ) মহিলা কল্যাণ।
(গ) যুবকল্যাণ।
(ঘ) পরিবার পরকিল্পনা ও জনসংখা নিয়ন্ত্রন কার্যক্রম।
(ঙ) সামাজিক ও ধর্মীয় শিক্ষা।
(চ) গণ শিক্ষা কার্যক্রম।
(ছ) মাদকদ্রব্য ও ধুমপানের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্চাররনা।
(জ) কিশোর অপরাধীদের সংশোধন মুলক কার্যক্রম।
(ঝ) যৌতুক বিরোধী কার্যক্রম পরিচালনা।
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০২
(ঞ) পল্লী উন্নয়ন কর্মসুচিকে জোরদার করা।
(ট) সমাজ কল্যাণ বিষয়ক কার্যক্রম ।
(ঠ) আর্থÑসামাজিক উন্নয়ন কার্যক্রম । বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষন কর্মসূচী পরিচালনা। যেমন : বাঁশÑবেতের কাজ,প্লাষ্টিকের কাজ, সেলাই প্রশিক্ষন, টাইপ প্রশিক্ষন, সাইকেল, রিকশা, ভ্যান মেরামত প্রশিক্ষন ইত্যাদি।
(ড) দুঃস্থ, অসহায় রোগীদের সেবামুলক কার্যক্রম।
(ঢ) ক্রীড়াও সাংস্কৃতিক উন্নয়ন কর্মসুচী পরিচালনা।
(ণ) বৃক্ষ রোপন।
ধারা নংঃ- ৫ (পাঁচ) ঃ- সদস্য পদ লাভের যোগ্যতাঃ-
বাংলাদেশের স্থায়ী নাগরিক ও প্রতিষ্ঠানের কার্য এলাকায় বসবাসকারী ১৮ বৎসর বয়স্ক যে কোন সুস্থ্য নারী ও পুরুষ নির্বিশেষে যাহারা এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যবলী এবং গৃহীত কর্মসুচীর প্রতি আস্থাশীল হইবেন তাহারাই এই প্রতিষ্ঠানের সদস্য পদ লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
ধারা নং ঃ-৬ (ছয়) ঃ- সদস্য পদের শ্রেণী বিভাগঃ-
এই প্রতিষ্ঠানের মোট ৫ (পাঁচ) প্রকারের সদস্য পদ থাকিবে। যেমন ঃ-
(ক) সাধারণ সদস্য।
(খ) প্রধান পৃষ্ঠ পোষক।
(গ) প্রতিষ্ঠাতা সদস্য।
(ঘ) দাতা সদস্য।
(ঙ) আজীবন সদস্য।
ধারা নংঃ- ৭ (সাত) ঃ- বিভিন্ন পদে সদস্য হওয়ার নিয়মাবলী ঃ-
(ক) সাধারণ সদস্য পদ ঃ-
এই প্রতিষ্ঠানের সাধারন সদস্য পদ লাভ করিতে হইলে নির্ধারিত আবেদন ফরমে সাধারণ সম্পাদক বরাবরে আবেদন করিতে হইবে। কার্য্যনির্বাহী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত ও অনুমোদন লাভের পর আবেদন কারী সদস্য পদ লাভ
করিতে পারবেন। তবে প্রত্যেক আবেদনকারী সদস্যকে সদস্য পদ প্রপ্তির জন্য প্রতিষ্ঠানের ভর্তি ফি বাবদ ২০ (বিশ) টাকা এবং মাসিক চাঁদা ১০ (দশ) টাকা হারে প্রদান করিেেত হইবে।
(খ) প্রধান পৃষ্ঠ পোষক ঃ-
প্রধান পৃষ্ঠ পোষক হইতে হইলে এলাকায় বিশিষ্ট সমাজ কর্মী হিসাবে স্বীকৃত ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠানের
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৩
সার্বিকভাবে সহযোগিতা করতে আগ্রহী হইবেন এবং সাধারন পরিষদের সভায় সংখ্যাধিকের মতামত,
সম্মতিক্রমে ২ (দুই) বৎসরের জন্য প্রধান পৃষ্ঠ পোষক পদ অলংকৃত করিতে পারিবেন।
(গ) প্রতিষ্ঠাতা সদস্য ঃ-
এই প্রতিষ্ঠানটি যাহাদের পরিকল্পনা ও প্রচেষ্টায় এবং আর্থিক সাহায্য সহযোগীতায় প্রতিষ্ঠা লাভ করিয়াছে তাহারাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হইবেন।
(ঘ) দাতা সদস্য ঃ-
যে কোন ব্যক্তি স্বেচ্ছায় এক কালিন ৩০০ (তিনশত) টাকা বা সমমুল্যের মালামাল, আসবাবপত্রাদি দান করিবেন,তাহাকে এই প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসাবে গন্য করা হইবে। কিন্তু দাতা সদস্যর ভোট দানের ক্ষমতা থাকিবে না।
(ঙ) আজীবন সদস্য ঃ-
যদি কোন ব্যক্তি স্বেচ্ছায় এক কালিন ৫০০ (পাঁচশত) টাকা বা সমমুল্যের সম্পদ বা অসবাবপত্রাদি দান করিবেন তিনিই এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য পদ লাভ করিতে পারবেন। আজীবন সদস্যর কোন ভোটাধিকার থাকিবেনা।
ধারা নংঃ- ৮(আট)ঃ- সাধারণ সদস্যদের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও সুবিধাদি ঃ-
(ক) সাধারণ সদস্যবৃন্দ কর্তৃক প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা, বাজেট পাশ ও অনুমোদন করিতে হইবে।
(খ) সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোট / সিলেকশনের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্য্যনির্বাহী পরিষদ গঠিত হইবে।
(গ) সকল সাধারণ সদস্যই নির্বাচনে অংশ গ্রহন এবং বিভিন্ন পদে প্রার্থী হইয়া নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে পারিবেন।
(ঘ) সাধারণ সদস্যগনই প্রতিষ্ঠানের সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে গন্য হইবেন।
(ঙ) সাধারণ সদস্যগন প্রতিষ্ঠান কর্তৃক যাবতীয় সুযোগ সুবিধাদি ভোগ করিতে পারিবেন। তবে এই সুযোগ সুবিধা হস্থান্তর যোগ্য নহে।
(চ) প্রতিষ্ঠানের সকল উন্নয়ন কর্মকান্ডে সকল সদস্যই অংশ গ্রহন করিতে পারিবেন।
(ছ) প্রতিষ্ঠানের যাবতীয় আয়Ñব্যয়ের হিসাবাদি সাধারণ সদস্যগন পরীক্ষা-নিরিক্ষা ও অবহিত হইতে
পারিবেন।
ধারা নংঃ- ৯(নয়) ঃ- সদস্যপদ বাতিলের নিয়মাবলী ঃ-
নি¤œ লিখিত কারনে প্রতিষ্ঠানের সাধারণ সদস্য পদ বাতিল করা যাইবে ঃ-
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৪
(ক) সদস্যপদ প্রাপ্তির পর ৬ (ছয়) মাস কাল চাঁদা পরিশোধ না করিলে।
(খ) পরপর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে।
(গ) প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থি কোন কাজে লিপ্ত হইলে।
(ঘ) প্রতিষ্ঠানের কোন সাধারণ সদস্যর মৃত্যু হইলে।
(ঙ) কোন সাধারণ সদস্যর মস্তিস্ক বিকৃতি ঘটিলে অথবা দেউলিয়া হইলে।
(চ) আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইয়া সাজাপ্রাপ্ত হইলে।
(ছ) চারত্রিক দোষে দোষী সাব্যস্ত হইলে ও মাতাল হইলে।
(জ) প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের বিধি বিধান মানিয়া না চলিলে অথবা দলাদলি ও বিশৃংখলা সৃষ্টি করিলে।
(ঝ) সরকারী, আধা-সরকারী কিংবা অন্য যে কোন স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত আছেন বলিয়া প্রমাণিত হইলে।
ধারা নংঃ- ১০(দশ) ঃ- সদস্য পদ পূর্নবহালের পদ্ধতিঃ-
কোন সদস্যর বাতিলকৃত সদস্যপদ পুনঃলাভ করার ক্ষেত্রে কার্য্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক বরাবরে আবেদন পত্র পেশ করিতে হইবে। যে সমস্ত কারনে উক্ত সদস্যর সদস্যপদ বাতিল করা হইয়াছিল তাহা পরবর্তীতে পরিলক্ষিত হইবে না বলিয়া অঙ্গীকার নামা দাখিল সাপেক্ষে এবং কার্য্যনির্বাহী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত ও অনুমোদনের পরই উক্ত সদস্য পদ পূনঃবহাল করা যাইবে। তবে উক্ত সদস্যকে পুনঃ ভর্তি ফি ও বকেয়া চাঁদাদি পরিশোধ করিতে হইবে।
ধারা নংঃ- ১১(এগার) ঃ- সাংগঠনিক কাঠামো ঃ-
সাংগঠনিক কাঠামো অনুযায়ী এই প্রতিষ্ঠানের ৩ (তিন) টি পরিষদ থাকিবে যেমন ঃ-
(ক) সাধারণ পরিষদ ।
(খ) উপদেষ্টা পরিষদ।
(গ) কার্য্যনির্বাহী পরিষদ।
ধারা নংঃ- ১২ (বার) ঃ- বিভিন্ন পরিষদের গঠন, ক্ষমতা ও দায়িত্ব ঃ-
(ক) সাধারণ পরিষদ ঃ-
১। সাধারণ পরিষদ সাধারণ সদস্যের সমন্বয়ে গঠিত হইবে ।
২। সাধারণ পরিষদের মাধ্যমে প্রতিষ্ঠনের বার্ষিক কর্ম পরিকল্পনা অনুমোদিত হইবে।
৩। এই পরিষদ বাজেট ও বার্ষিক আয়Ñ ব্যয়ের হিসাব অনুমোদন করিবে।
৪। এই পরিষদ বার্ষিক যে কোন প্রকল্প প্রনয়ন ও অনুমোদন করিবে।
৫। সাধারণ পরিষদই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসাবে গণ্য হইবে।
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৫
৬। সাধারণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অথবা সিলেকশনের মাধ্যমে প্রতিষ্ঠানে কার্য্যনির্বাহী পরিষদ গঠিত হইবে।
৭। এই পরিষদ কার্যনির্বাহী পরিষদের সুপারিশ সাপেক্ষে স্থানীয়, আঞ্চলিক ,আন্তঃ জেলা , আন্তঃ দেশীয় কিংবা আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে বা সম্মেলনে সর্ব সম্মতিক্রমে প্রয়োজনবোধে সমিতির প্রতিনিধি পাঠাতে পারবেন।
(খ) উপদেষ্ঠা পরিষদের গঠণ, ক্ষমতা ও দায়িত্বঃÑ
১। সাধারণ পরিষদ কর্তৃক মনোনীত যোগ্য ব্যক্তিদের লইয়া এই প্রতিষ্ঠানের ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট
উপদেষ্টা পরিষদ গঠিত হইবে। এই পরিষদের মেয়াদকাল হইবে ২(দুই) বৎসর।
২। এলাকায় বসবাসকারী বয়জৈষ্ঠ, শিক্ষিত, জ্ঞানী-গুনী ব্যক্তিগণ এই পরিষদের সদস্য পদ লাভ করিতে
পারিবেন ।
৩। উপদেষ্ঠা পরিষদের সদস্যগণের কোন ভোটাধিকার থাকিবে না এবং তাহারা নির্বাচনে পদ প্রার্থী হইতে পারিবে না ।
৪। কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পরিষদ অস্থায়ী ভাবে কার্য্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ করিবেন এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত যাবতীয়দায়Ñদায়িত্ব পালন করিবেন। নির্বাচন সমাপ্তির পর নির্বাচিত পরিষদের নিকট কার্য্যনির্বাহী পরিষদের দায়িত্বভার প্রদান করিবেন।
৫। প্রতিষ্ঠানের যাবতীয় উন্নয়ন মূলক কর্ম পরিচালনা ও বাস্তবায়নের জন্য প্রতিটি সদস্য উপস্থিত থাকিয়া প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ প্রদান করিবেন।
৬। প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা প্রদান করিবেন।
৭। উপদেষ্টা পরিষদের সদস্যগণ প্রতিষ্ঠানের দেয়া সুযোগ সুবিধাদি ভোগ করিতে পারিবেন।
(গ) কার্য্যনির্বাহী পরিষদ গঠন, ক্ষমতা ও দায়িত্বঃÑ
১। সাধারণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে/সিলেকশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদ ২(দুই) বৎসরের জন্য গঠিত হইবে।
২। এই পরিষদ প্রতিষ্ঠানের যাবতীয় কার্যবলী পরিচালনা করিবেন।
৩। বিভিন্ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন , বাজেট প্রণয়ন ও সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করিবেন।
৪। প্রতিটি দপ্তরের সম্পদক মন্ডলী নিজ নিজ কাজের জন্য সাধারণ পরিষদের নিকট জবাব দিহি করিতে বাধ্য থাকিবেন।
৫। যাবতীয় আয়Ñ ব্যয়ের হিসাব হাল নাগাদ রক্ষনা Ñবেক্ষন করিবেন ।
৬। প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধাদি কার্য্যনির্বাহী পরিষদের সদস্যগণ ভোগ করিতে পারিবেন।
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৬
ধারা নংঃ-১৩ (তের)ঃ- সমিতির কার্য্যনির্বাহী পরিষদের অবকাঠামো ঃ-
এই সমিতির মোট ১৫ (পনের ) সদস্য বিশিষ্ট একটি কার্য্যনির্বাহী পরিষদ থাকিবে । প্রত্যেক এর পৃথক পৃথক পদবী উল্লেখ থাকিবে। এই পরিষদের মেয়াদকাল হইবে ২ (দুই) বৎসর ঃ কার্য্যনির্বাহী পরিষদের অবকাঠামো নিম্নরূপ ঃ-
ক্রমিক নংঃ- পদবী পদ সংখ্যা
১। সভাপতি- ১ (এক) জন।
২। সহ-সভাপতি ১ (এক) জন।
৩। সাধারণ সম্পাদক ১ (এক) জন।
৪। সহ সাধারণ সম্পাদক ১ (্এক) জন ।
৫। কোষাধ্যক্ষ ১ (এক) জন ।
৬। দপÍর সম্পাদক ১ (এক) জন ।
৭। সমাজ কল্যাণ সম্পাদক ১ (এক) জন ।
৮। ক্রীড়া সম্পাদক ১ (এক) জন ।
৯। প্রচার সম্পাদক ১ (এক) জন ।
১০। পাঠাগার সম্পাদক ১ (এক) জন ।
১১। ধর্ম বিষয়ক সম্পাদক ১ (এক) জন ।
১২। পরিবার পরিকল্পনা সম্পাদক ১ (এক) জন ।
১৩। সাংস্কৃতিক সম্পাদক ১ (এক) জন ।
১৪। মহিলা বিষয়ক সম্পাদীকা ১ (এক) জন ।
১৫। কার্য্যনির্বাহী সদস্য ১ (্এক) জন ।
------------------------------
মোট = ১৫(পনের) জন।
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৭
ধারা নংঃ-১৪(চৌদ্দ)ঃ- নির্বাচন বিধি ঃ-
(ক) এই সংগঠনের কার্য্যনির্বাহী পরিষদ সাধারণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২ (দুই) বৎসরের জন্য
গঠিত হইবে। নির্বাচনের পূবে প্রধান পৃষ্ট পোষক ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সমন্বয়ে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট্য একটি নির্বাচন কমিশন গঠিত হইবে ।
(খ) প্রধান পৃষ্ঠ পোষক ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্য হইতে নিরপেক্ষ ব্যক্তিদের কমিশনই এই প্রতিষ্ঠানের কার্য্যনির্বাহী পরিষদ গঠনের জন্য সাধারণ পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইলেকশন অথবা সিলেকনের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ গঠন করিবেন । এই নির্বাচন কমিশন নির্বাচন কার্য্য পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের ব্যবস্থাসহ মনোনয়ন পত্র, ব্যালট পেপার ছাপানো ও সরবরহের ব্যবস্থা গ্রহন করিবেন ।
(গ) নির্বাচন কমিশন নির্বাচনের পূর্বে নির্বাচনী তফসীল ঘোষনা ও ভোটার তালিকা প্রকাশ করিবেন ।
(ঘ) নির্বাচন কমিশন নির্বাচনের কার্য্য পরিচালনা করিবেন এবং নির্বাচন সমাপ্তির পর নির্বাচনী ফলাফল ঘোষনা করিবেন ।
(ঙ) প্রয়োজনবোধে নিবন্ধন করণ কর্তৃপক্ষের অনুপস্থিতি ক্রমে থানা সমাজ সেবা অফিসার সমিতির নির্বাচন কার্য্য পরিচালনা করিতে পারিবেন।
(চ) নির্বাচনের ১৫ (পনের) দিন পূর্বে পূর্ববর্তী কার্য্যনির্বাহী পরিষদ ভাংগিয়া দিয়া উপদেষ্টা পরিষদের হাতে ক্লাবের কার্য্যনির্বাহী পরিষদের অস্থায়ী দায়িত্বভার অর্পন করিতে হইবে ।
(ছ) নির্বাচন সমাপ্তির পর নতুন নির্বাচিত কার্য্য নির্বাহী পরিষদ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সমিতির যাবতীয় দায়-দায়ীত্ব উপদেষ্টা পরিষদের নিকট হইতে বুঝিয়া লইবেন ।
(জ) প্রতিষ্ঠানের কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন প্রতি দুই বৎসর অন্তর জুন মাসে অনুষ্ঠিত হইেবে।
ধারা নংঃ- ১৫(পনের)ঃ- অনাস্থাআনায়ন পদ্ধতিঃ-
প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি সাধন ,অসামাজিক কাজে লিপ্ত এবং কর্তব্য কাজে চরম উদাসীনতার কারনে এবং এই ধরনের কাজে সহযোাগিতা প্রদানের জন্য কার্য্যনির্বাহী পরিষদের যে কোন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সাধারণ পরিষদের অর্ধেক বা অর্ধেকের বেশী সদস্য যদি সাধারণ সভায় লিখিত ভাবে উপস্থান করেন তবে উক্ত অভিযোগ সত্য বলিয়া প্রমাণিত হইলে সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে অভিযুক্ত ব্যক্তির সদস্য পদ বাতিল হইয়া যাবে।
ধারা নংঃ-১৬(ষোল)ঃ- কার্য্যনির্বাহী পরিষদের শূন্য পদ পুরণ পদ্ধতিঃ-
নির্বাচন অনুষ্ঠানের ৯ (নয়) মাসের মধ্যে অনিবার্য কারণ বশতঃ যদি কার্য্যনির্বাহী পরিষদের কোন পদ শূন্য
হইয়া যায় তবে উক্ত সদস্য পদ পুরণের জন্য পুনরায় নির্বাচন বিধি অনুযায়ী নির্বাচনে অনুষ্ঠানের মাধ্যমে শূন্য
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৮
পদ পূরণ করিতে হইবে। পদ শূন্য হওয়ার ১৫ (পনের) দিনের মধ্যে শূন্য পদের নির্বাচন সমাপ্ত করিতে হইবে । প্রয়োজন বোধে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সিলেকশনের মাধ্যমেও উক্ত শূন্য পদ পূরণ করা যাইবে ।
ধারা নংঃ- ১৭(সতের)ঃ- কার্য্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদের দায়িত্ব কর্তব্যঃ-
সভাপতিঃ-সভাপতি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি হিসাবে প্রতিটি সভায় সভাপতিত্ব করিবেন। যে কোন সভায় সিদ্ধান্ত অনুমোদন,প্রস্তাব সমর্থন ও সভার চূর্ড়ান্ত কার্য্য বিবরনী অনুমোদন করিবেন। প্রতিটি সভায় শৃংখলা রক্ষার ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।কোন বিষয়ে জটিলতা সৃষ্টি হইলে এবং সাধারণ ভাবে মিমাংসা করিতে না পারিলে তিনি কাষ্টিং ভোটের মাধ্যমে উহার চূড়ান্ত সিদ্ধান্তে উপনিত হইতে পারিবেন। ক্লাবের আর্থিক বিষয়াদি তিনি অনুমোদন করিবেন। সভাপতি সমিতির প্রতিটি দপ্তরের সম্পাদকের কাজ সুষ্ঠভাবে সম্পাদিত হয়েছে কি-না উহার তদারকি করিবেন। বিভিন্ন সমস্যা দূরীকরনে সকল সম্পাদক কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ প্রদান করিবেন।
ধারা নংঃ- ১৮(আঠার)ঃ- সহ সভাপতি ঃ-
সভাপতির অনুপস্থিতিতে লিখিভাবে তাহার অস্থায়ী দায়িত্বভার গ্রহণ করিবেন । সভাপতির অনুপস্থিতিতে তাহার সার্বিক দায়- দায়িত্ব পালন করিবেন । তাছাড়া সভাপতির যাবতীয় কাজে সহযোগী ব্যক্তি হিসাবে সার্বিক সহযোগীতা প্রদান করিবেন ।
ধারা নংঃ- ১৯(ঊনিশ)ঃ- সাধারণ সম্পাদক ঃ-
সাধারণ সম্পাদক সংগঠনের নি¤œ লিখিত দায়-দায়িত্ব পালন করিবেন । যেমনঃ-
(ক) প্রতিষ্ঠানের সভাপতির সাথে পরামশক্রমে সভার আহব্বান ,সিদ্ধান্ত লিখন ও সংরক্ষণ করিবেন।
(খ) সভাপতির সাথে পরামশক্রমে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করিবেন ।
(গ) বিভিন্ন দপ্তরের কাজ কর্ম দেখাশুনা , তদারকী ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করিবেন ।
(ঘ) আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ কাজে কোষাধ্যক্ষ কে সার্বিক সহযোগিতা প্রদান করিবেন।
(ঙ) সভার প্রাক্কালে উহার প্রতিবেদন তৈরী করিবেন এবং মাসিক খরচের তালিকা শীট তৈরী করিয়া প্রতি
মাসের খরচ অনুমোদনের জন্য কার্য্যনির্বাহী পরিষদের সভায় উপস্থাপন কেিরবেন ।
(ঙ) সভাপতি ও অন্যান্য দপ্তরের সম্পাদক মন্ডলীর সাথে পরামর্শক্রমে বার্ষিক কর্ম পরিকল্পনা ও বার্ষিক বাজেট প্রস্তুুত করিবেন এবং উহা অনুমোদনের জন্য সাধারণ সভায় উপস্থাপন করিবেন । সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি কর্ম পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করিবেন ।
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ০৯
ধারা নংঃ- ২০(বিশ) ঃ- সহ-সাধারণ সম্পাদক ঃ-
সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তিনি লিখিতভাবে সাধারণ সম্পাদকের নিকট হইতে দায়িত্বভার গ্রহণ করিবেন ত্রবং তাহার যাবতীয় দায় দায়িত্ব পালন করিবেন । সাধারণ অবস্থায় তিনি সাধারণ সম্পাদকের সহযোগি হিসাবে সার্বিক সহযোগীতা প্রদান করিবেন।
ধারা নংঃ-২১(্্একুশ )ঃ- কোষাধ্যক্ষ ঃ-
কোষাধ্যক্ষ সদস্যদের ভর্তি ফি , মাসিক চাঁদা ,দান , অনুদান , বিভিন্ন উৎস হইতে প্রাপ্ত অর্থ রশিদের মাধ্যমে গ্রহণ করিবেন এবং প্রাপ্ত অর্থ সমিতির সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে জমা করিবেন । তিনি সমস্ত হিসাবাদী হাল নাগাদ ক্যাশ বহিতে লিপিবদ্ধ করিবেন এবং চলতি হিসাবের জন্য তিনি দায়ী থাকিবেন সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক তিনি টাকা পয়সা ব্যয় করিতে পারিবেন ।
ধারা নংঃ- ২২(বাইশ) ঃ- দপÍর সম্পাদক ঃ- দপ্তর সম্পাদক ক্লাবের যাবতীয় দাপ্তরীক কাজ কর্ম সম্পাদন করিবেন ।সভাপতি ও সাধারণ সম্পাদকের সােেথ পরামর্শক্রমে তিনি ক্লাবের সকল নথি পত্রাদি সংরক্ষন করিবেন। সমিতির বিভিন্ন কাজের গোপনীয়তা রক্ষা করিবেন ।
ধারা নংঃ- ২৩(তেইশ) ঃ- সমাজকল্যাণ সম্পাদক ঃ-
সমাজকল্যাণ সম্পাদক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ ক্রমে তিনি আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কল্যাণ মুখি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিবেন । সমাজের উন্নতির জন্য তিনি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে কুটির শিল্প,নিরক্ষতা দুরীকরণ অভিযান ,স্বাস্থ্য রক্ষা কর্মসুচি এবং নানাবিধ সমাজ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করিবেন ।
ধারা নংঃ- ২৪(চব্বিশ )ঃ- ক্রীড়া সম্পাদক ঃ-
ক্রীড়া সম্পাদক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে ক্রীড়া বিষয়ক কার্যক্রম পরিচালনা করিবেন । তিনি ক্রীড়ার মান উন্নয়ন কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন । বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার ব্যবস্থা করিবেন
এবং ভালো খেলোয়াড় তৈরীর জন্য প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করিবেন।
ধারা নংঃ- ২৫(পশ্চিশ )ঃ- প্রচার সম্পাদক ঃ-
সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে ক্লবের যাবতীয় প্রচার কার্য্য সম্পাদন করিবেন । ক্লাবের মাধ্যমে বিভিন্ন দেওয়াল পত্রিকা প্রকাশ , ম্যাগাজিন প্রকাশ ইত্যাদি প্রকাশনার কাজ সম্পাদন করিবেন ।
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ১০
ধারা নংঃ- ২৬(ছাব্বিশ) ঃ- পাঠাগার সম্পাদক ঃ-
সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে ক্লাবের মাধ্যমে বিভিন্ন বই- পুস্তুক পাঠাগারে সংরক্ষন ও পাঠকদের পড়িবার সুবন্ধোবস্ত করিবেন। তিনি পাঠাগারের যে কোন সৃজনশীল বই-পুস্তুক ও পত্রিকা পাঠের ব্যবস্থা করিবেন। তিনি পাঠাগারের যে কোন বইয়ের ক্ষয়ক্ষতির জন্য দায়ী থাকিবেন। তিনি পাঠাগার পরিচালনা সংক্রান্ত যাবতীয় দায়-দায়ীত্ব পালন করিবেন।
ধারা নংঃ-২৭(সাতশ) ঃ- ধর্ম বিষয়ক সম্পাদক ঃ-
সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে ক্লাবের মাধ্যেমে ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় সভা, মিলাদ মাহফিল ইত্যাদির ব্যবস্থা করিবেন। ধর্ম বিষয়ক যাবতীয় দায়-দায়ীত্ব পালন করিবেন।
ধারা নংঃ- ২৮(আটাশ)ঃ- পরিবার পরিকল্পনা সম্পাদকঃ-
সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রন ও পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন করিবেন । পরিবার পরিকল্পনার বিভিন্ন কর্মসূচী পরিচালনার দায়-দায়িত্ব পালন করিবেন।
ধারা নংঃ- ২৯(উনত্রিশ)ঃ- সাংস্কৃতিক সম্পাদক ঃ-
সাংস্কৃতিক সম্পাদক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে সাংস্কৃতিক বিষয়ক যাবতীয় দায়-দায়িত্ব পালন করিবেন। তিনি সাংস্কৃতির মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করিবেন। চিত্ত বিনোদনের জন্য তিনি সাংস্কৃতি অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহন করিবেন। তিনি ক্লাবের মাধ্যমে সংগীত শিক্ষা কর্মসূচী পরিচালনা করিবেন।
ধারা নংঃ- ৩০(ত্রিশ)ঃ- মহিলা বিষয়ক সম্পাদিকা ঃ-
সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে তিনি মহিলাদের কল্যাণেল জন্য বিভিন্ন কল্যাণ মূখী কার্য্যক্রম গ্রহন করিবেন। মহিলাদের সেলাই প্রশিক্ষন,এমবোডারী,উন বুনন ইত্যাদি প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করিবেন। মহিলাদের সামাজিক উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করিবেন।
ধারা নংঃ- ৩১(একত্রিশ)ঃ- কার্য্যনির্বাহী সদস্য (১) ঃ-
ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সম্পাদকের মত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসাবে গণ্য হইবেন। তিনি যে কোন সম্পাদকের অনুপস্থিতিতে লিখিত ভাবে তাহার দায়িত্ব গ্রহন করিবেন এবং অনুপস্থিত কালীন সময়ে উক্ত সম্পাদকের সার্বিক দায়িত্ব পালন করিবেন। ইহা ছাড়া তিনি প্রতিটি সম্পাদকের কাজে সহযোগীতা প্রদান করিবেন।
ধারা নংঃ- ৩২(বত্রিশ) ঃ- বিভিন্ন আহব্বান নিয়মাবলী ঃ-
(ক) সাধারণ পরিষদের সভা ঃ-
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ১১
১। সাধারণ পরিষদের সভা প্রতি ৬ (ছয়) মাস অন্তর বৎসরে কমপক্ষে ২ (দুুই) বার অনুষ্ঠিত হইবে। প্রয়োজনবোধে একাধিকবার এই সভা আহবান করা যাইবে।
২। সাধারণ পরিষদের সভা কম পক্ষে ১৫ (পনের) দিনের নোটিশে আহব্বান করিতে হইবে।
৩। সাধারণ পরিষদের জরুরী সভার ক্ষেত্রে যথাত্রমে ৩ (তিন) দিন ও অতি জরুবী সভার ক্ষেত্রে
এই সভা ২৪ ঘন্টার নোটিশে আহব্বান করা যাইবে।
ধারা নংঃ- ৩৩(তেত্রিশ) ঃ- (খ) কার্য্যনির্বাহী পরিষদের সভা ঃ-
১। এই সভা প্রতি মাসে একবার অনুষ্ঠিত হইবে।
২। কমপক্ষে ৭ (সাত) দিনের নোটিশে কার্য্যনির্বাহী পরিষদের সভা আহব্বান করিতে হইবে।
৩। এই পরিষদের জরুরী সভার ক্ষেত্রে ৩ (তিন) দিনের নোটিশে আহব্বান করা যাইবে।
৪। অতি জরুরী সভার ক্ষেত্রে ২৪ (চব্বিশ) ঘন্টার নোটিশে আহব্বান করা যাইবে।
(গ) মুলতবি সভাঃ-
১। সাধারণ পরিষদের মুলতবি সভার ক্ষেত্রে ৭ (সাত) দিনের নোটিশে এই সভা আহব্বান করা
যাইবে।
২। কার্য্যনির্বাহী পরিষদের মুলতবি সভার ক্ষেত্রে ৩ (তিন) দিনের নোটিশে এই সভা আহব্বান করা
যাইবে।
(ঘ) তলবি সভা ঃ-
কার্য্যনির্বাহী পরিষদ যদি সাধারণ সভা আহব্বান করিতে গড়িমসি কিংবা টালবাহানা করিতে থাকেন তবে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য লিখিত ভাবে সাধারণ পরিষদের সভা আহব্বান করার জন্য সাধারণ সম্পাদকের নিকট আবেদন করিবেন। তিনি যদি লিখিত আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে সাধারণ পরিষদের সভার আহব্বান করিতে ব্যর্থ হন তবে সাধারণ সদস্য গণ অনুরূপ ভাবে সভাপতি বরাবরে আবেদন করিবেন। সভাপতি সাহেবও যদি লিখিত আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে সাধারণ সভার আহব্বান না করে । তবে উক্ত সাধারণ সদস্য বৃন্দ ১৫ (পনের) দিনের নোটিশে তলবি সভার আহব্বান করিতে পারিবেন। তলবি সভার ফোরাম অংশ সদস্যর উপস্থিতিতে পূর্ণ হইবে এবং তলবি সভার গৃহীত যে কোন সিদ্ধান্ত চুড়ান্ত বলিয়া গন্য হইবে।
(চ) বিভিন্ন সভার সমূহের ফোরাম ঃ-
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ১২
১। সাধারণ পরিষদের সভার ফোরাম কিংবা অংশ সদস্যর উপস্থিতিতে ফোরাম পূর্ণ হইবে।
২। কার্য্যনির্বাহী পরিষদের সভার ফোরাম কিংবা সদস্যর উপস্থিতিতে ফোরাম পূর্ণ হইবে।
৩। যে কোন মুলতবি সভার ক্ষেত্রে অংশ সদস্যর উপস্থিতিতে সভার ফোরাম পূর্ণ হইবে।
৪। বিভিন্ন জরুরী সভার ফোরামের ক্ষেত্রে অংশ সদস্যর উপস্থিতিতে সভার ফোরাম পূর্ণ
হইবে।
ধারা নংঃ- ৩৪(চৌত্রিশ) ঃ- সংস্থার আয় ও ব্যয়ের খাত সমূহ ঃ-
(ক) আয়ঃ-
সদস্য ভর্তি ফি, মাসিক চাঁদা, দান, অনুদান, ক্লাবের বিভিন্ন প্রকল্প আয় ইত্যাদি অত্র ক্লাবের আয়ের উৎস হিসেবে গণ্য হইবে।
খ) ব্যয় ঃ-
সমিতির উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা, সমাজ কল্যাণ, পরিবার কল্যাণ, গণশিক্ষা, বৃক্ষ রোপন, কারিগরী প্রশিক্ষন, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র বিমোচন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সমিতির অর্থ ব্যয়িত হইবে।
ধারা নংঃ- ৩৫(পয়ত্রিশ) ঃ- আর্থিক ব্যবস্থাপনা ঃ-
(ক) আর্থিক লেন-দেনের ক্ষেত্রে এলাকা সহ যে কোন সিডিউল ব্যাংকে এই সমিতির নিজস্ব নামে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে একটি সঞ্চয়ী হিসাব পরিচালিত হইবে।
(খ) সমিতির নামে সংগৃহীত অর্থ কোন অবস্থাতেই হস্তে মওজুদ রাখা যাইবে না। অর্থ প্রাপ্তির ২৪
ঘন্টার মধ্যে সমিতির সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে জমা দিতে হইবে।
(গ) সমিতির যে কোন অর্থ খরচের প্রয়োজন হইলে কার্য্যনির্বাহী পরিষদের সভায় উহার পূর্ব
অনুমোদন গ্রহন করিতে হইবে।
(ঘ) জরুরী পরিস্থিতিতে ৫০০/- টাকার উর্ধে ব্যাংক হইতে উত্তোলন ও খরচের ক্ষেত্রে কার্য্যনির্বাহী
পরিষদের সভায় ব্যয়ত্তর অনুমোদন গ্রহন করিতে হইবে।
(ঙ) বার্ষিক খরচের হিসাব বিবরনী ও বার্ষিক বাজেট সাধারণ সভায় অনুমোদন লইতে হইবে।
(চ) সমিতির হিসাব সংক্রান্ত নথি পত্রাদি ও রেকর্ড পত্রাদি ক্লাবের নিজস্ব কার্যালয়ে সংরক্ষন করিতে
হইবে।
ধারা নংঃ- ৩৬(ছত্রিশ) ঃ- সমিতির হিসাব নিরীক্ষা পদ্ধতি ঃ-
ভাদুরিয়া বাজার নিরাপদ সমবায় সমিতি পৃষ্টা নং- ১৩
প্রতি বৎসর সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার ব্যপারে কার্য্যনির্বাহী পরিষদ সংশ্লিষ্ট থানা সমাজ সেবা অফিসার কর্তৃক হিসাব নিরীক্ষা কাজ সম্পূর্ন করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন। নিবন্দ্বীকরণ কর্তৃপক্ষ যে কোন সময় প্রয়োজন বোধে সমিতির যাবতীয় আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিতে পারিবেন। সমিতির কার্যকরী পরিষদ প্রতি ছয় মাস অন্তর প্রয়োজনবোধে অভ্যন্তরীন অডিট টিম গঠন করিয়া ক্লাবের আয়-ব্যয়ের হিসাব অডিট করিতে পারিবেন। প্রতি বৎসরান্তে সমিতির আয়-ব্যয়ের হিসাব বিবরণীসহ বার্ষিক কার্যক্রমের একটি প্রতিবেদন নিবন্দ্বীকরণ কর্র্তৃপক্ষ এবং থানা সমাজ সেবা অফিসারের নিকট প্রেরণ করিতে হইবে।
ধারা নংঃ- ৩৭(সাইত্রিশ) ঃ - গঠন তন্ত্রের সংশোধন ঃ-
গঠণতন্ত্রের যে কোন বিষয়ের উপর সংশোধণী আনয়নের প্রয়োজন হইলে সংশোধিত অনুচ্ছেদের
প্রস্তাবাবলী প্রথমে সমিতির সাধারণ পরিষদের সভায় পেশ করিতে হইবে এবং যথা নিয়মে সাধারণ পরিষদের অংশ সদস্যর অনুমোদন গ্রহনের পর উহা চুড়ান্ত অনুমোদনের জন্য নিবন্দ্বীকরন কর্তৃপক্ষের নিকট পেশ করিতে হইবে। নিবন্দ্বীকরণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভের পরই উহা কার্যকরী বলিয়া বিবেচিত হইবে।
ধারা নংঃ- ৩৮(আটত্রিশ) ঃ- সমিতির বিলুপ্তি করণ পদ্ধতি ঃ-
যদি কোন সুনির্দিষ্ট কারনে সমিতির মোট সদস্যের অংশ সদস্য অত্র সমিতির বিলুপ্তি চান তবে যথা নিয়মে নিবন্দ্বীকরণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সমিতির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও মালামাল অন্য যে কোন নিবন্দ্বীকৃত প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করিতে হইবে। অন্যথায় নিবন্দ্বীকরণ কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবেন। তাছাড়া সমিতির কার্য্যক্রম যদি জন স্বার্থের পরিপন্থি হয়
কিংবা সরকারী বিধি বহিরর্ভূত হয় তবে নিবন্দ্বীকরণ কর্তৃপক্ষ প্রমাণ সাপেক্ষে সমিতিটি বিলুপ্ত করিয়া দিতে পারিবেন।
এই গঠন তন্ত্রটি “ভাদুরিয়া নিরাপদ সমবায় সমিতি এর ০১/০১/২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিন হইয়াছে।
Very good
ReplyDeleteProfessor saiful islam(A S I)