Full width home advertisement

Post Page Advertisement [Top]


বরাবর,
সভাপতি,
বাজিতপুর ফাজিল ¯œাতক মাদ্রাসা,
উপজেলা: ঘোড়াঘাট, জেলা: দিনাজপুর।


বিষয়: অধ্যক্ষ পদে চাকুরীর আবেদন প্রসঙ্গে।
তারিখ:১১/০৭/২০১৮ইং

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি বিগত ২৮/০৬/২০১৮ ইং তারিখে “সমকাল” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানিতে পারিলাম যে, আপনার অধীনে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ পদে একজন লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী। নি¤েœ আমার যাবতীয় তথ্যাবলী ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ পেশ করিলাম। 

১. পদের নাম : অধ্যক্ষ
২. প্রার্থীর নাম : মো: দেলোয়ার হোসেন
৩. পিতার নাম : মৃত সায়েম মিয়া
৪. মাতার নাম : মোছা: জাহানারা বেগম
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: দাউদপুর, ডাকঘর: নবাবগঞ্জ, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর।
৬. বর্তমান ঠিকানা : গ্রাম: দাউদপুর, ডাকঘর: নবাবগঞ্জ, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর।
৭. জন্ম তারিখ : ১০/০৩/১৯৬১ইং
৮. বৈবাহিক অবস্থা : বিবাহিত
৯. বর্তমান পদবী         : উপাধ্যক্ষ
১০. বর্তমান বেতন কোড: ০৫
১১. ইনডেক্্র নং : ১২৫৪৬৮৭
১২. ভোটার আইডি নং : ২৭১৬৯১...............
১৩. জাতীয়তা : বাংলাদেশী
১৪. ধর্ম         : ইসলাম
১৫. শিক্ষাগত যোগ্যতা :
ক্রমিক নং পরীক্ষার নাম পাশের বছর প্রাপ্ত বিভাগ        শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়
০১                       দাখিল ১৯৮৭               ২য়         বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা
০২                      আলিম ১৯৮৯               ৩য়         বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা
০৩                      ফাযিল ১৯৯১               ৩য়         বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা
০৪                      কামিল ১৯৯৩               ২য়           বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা

১৬. অভিজ্ঞতা : রাণীগঞ্জ ইমাম বখ্শ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসাবে অদ্যবধি কর্মরত।
১৭. অভিজ্ঞতার বয়স : প্রথম এম.পি.ও ভুক্তির তারিখ হইতে ২২ বছর ০৬ মাস।

অতএব, মহোদয়ের সমীপে আরজ এই যে, উপরোক্ত তথ্যাবলী ও সংযুক্ত কাগজ পত্রাদী যাচাই পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার একান্ত মর্জি হয়।

সংযুক্ত কাগজ পত্রাদী:
১. সোনালী ব্যাংক ঘোড়াঘাট শাখা দিনাজপুর এর ৫০০/- (পাচশত) টাকার ব্যাংক ড্রাফট একটি যাহার নম্বর ডিডিএ- ৮৬৪৫৪৬৮৮।  তারিখ : ০৪/০৭/২০১৮ইং।
২. পাসপোর্ট সাইজের ছবি ২ কপি সত্যায়িত।
৩. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমতি পত্র ১টি ।
৪. প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অভিজ্ঞতার সনদপত্র ১টি ।
৫. সর্বশেষ মে/২০১৮ ইং মাসের এম.পি.ও কপির ফটোকপি ১টি সত্যায়িত।
৬. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ১টি সত্যায়িত।
৭. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সত্যায়িত প্রতিটি ১টি করে ৪টি।


নিবেদক

মো: দেলোয়ার হোসেন


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]