তারিখ: ১৬/০৯/২০১৮ইং
বরাবর,
উপ-ব্যবহস্থাপনা পরিচালক
এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড সার্ভিস ম্যানেজমেন্ট,
গ্রামীণ ব্যাংক।
বিষয়: ‘শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক ’ পদে চাকুরীর আবেদন প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি বিগত 20/৯/২০১৮ ইং তারিখে “বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানিতে পারিলাম যে, আপনার অধীনে গ্রামীণ ব্যাংকে ‘শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী। নি¤েœ আমার যাবতীয় তথ্যাবলী ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ পেশ করিলাম।
১. পদের নাম : শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক২. প্রার্থীর নাম : ইমদাদুল হক
৩. পিতার নাম : মাহমুদুল
৪. মাতার নাম : জাহানারা
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: ঠাকুরগাঁ, ডাকঘর: বড়বাড়িয়া, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর।
৬. বর্তমান ঠিকানা : গ্রাম: ঠাকুরগাঁ, ডাকঘর: বড়বাড়িয়া, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর।
৭. জন্ম তারিখ : ০৩/০১/১৯৯২ইং
৮. বৈবাহিক অবস্থা : অবিবাহিত
৯. ভোটার আইডি নং : ১৯৯২২৭১৬৯১৩১২২১৫৫
১০. জাতীয়তা : বাংলাদেশী
১১. ধর্ম : ইসলাম
১২. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম বিভাগ প্রাপ্ত বিভাগ/ জি.পি.এ পাশের বছর শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়
দাখিল মানবিক ৩.৮৩ ২০০৭ মাদ্রাসা
এইচ.এস.সি মানবিক ২.৪০ ২০০৯ দিনাজপুর
বিএসএস অর্নাস রাষ্ট্রবিজ্ঞান ২.৭৭ ২০১৪ জাতীয় বিশ্ববিদ্যালয়
১৩. রেফারেন্স :
১. মো: মারুফ আহম্মেদ ২. মো: মিজানুর রহমান
প্রভাষক (ইংরেজী) সহকারী শিক্ষক
কাউগা ডিগ্রী কলেজ রুমাইল পাইলট স্কুল এন্ড কলেজ
অতএব, উপরোক্ত তথ্যাবলী ও প্রয়োজনীয় কাগজ পত্রাদী যাচাই পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার একান্ত মর্জি হয়।
সংযুক্তি:
১। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
নিবেদক
ইমদাদুল হক
No comments:
Post a Comment