বরাবর
জেলা ব্যবস্থাপক
সমন্তিত উন্নয়ন কর্মসূচি- ইনইজজেনাস প্রকল্প
ব্র্যাক আঞ্চলিক অফিস,
বাঁশের হাট দিনাজপুর।
বিষয়ঃ সিএনজি অটো ক্রয়ের জন্য সুদ মুক্ত ঋনের আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নাম- বাবলু কুজুর পিতা- সুকা কুজুর, মাতা- লাবনী এক্কা গ্রাম- ভাদুরিয়া আদিবাসী পাড়া, ডাক- ভাদুারিয়া, উপজেলা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর এর একজন আদিবাসী বাসিন্দা এবং ব্রাক আই,ডি,পি এর একজন সদস্য। সিএনজি অটো ক্রয়ের জন্য প্রায় ২,০০০০০/- (দুই লক্ষ টাকা) টাকা প্রয়োজন। তাই আপনার আই, ডি,পি হতে সুদ মুক্ত ২,০০০০০/- (দুই লক্ষ টাকা)।
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা অনুগ্রহ পূর্বক আমাকে উক্ত টাকা ঋণ প্রদান করলে আমি আপনার প্রতি চির কৃতজ্ঞ হব।
তাং-
বিনীত নিবেদক
বাবলু কুজুর
No comments:
Post a Comment