বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার
নবাবগঞ্জ থানা, দিনাজপুর
ও
সভাপতি, উপজেলা সেচ কমিটি।
নবাবগঞ্জ থানা, দিনাজপুর।
বিষয়: নবাবগঞ্জ থানাধীন জামিল হোসেন নামীয় মিনি ডিপ টিউবওয়েল এর লাইসেন্স বাতিল করন প্রসঙ্গে।
জনাব,
বিনিত নিবেদন এই যে, দরখাস্তকারী বড়বাড়িয়া মৌজার ৮৬ নং দাগের সম্পত্তিতে একটি গভীর নলকূপ স্থাপন করিয়া কৃষি ও কৃষি উ’পাদন লক্ষ্যে সেচ কার্য পরিচালনা করিয়া আসিতেছেন। দরখাস্ত কারীর নামে পল্লী বিদ্যুৎ হিসাব নং- ৪০৪-৪৫৫৪ হইতেছে। উক্ত গভীর নলকূপ দ্বারা দরখাস্ত কারীর তত্ত্বাধানে ও পরিচালনায় প্রায় ৫/৬ বছর যাবৎ সেচ কার্যক্রম চালিয়া আসিতেছেন। কিন্তু উক্ত গভীর নলকূপ পরিচালনা কালে সেচ কার্য বিধি লঙ্গন করিয়া বিবাদী মো: জামিল হোসেন, পিতা: মো: মিনার হোসেন, সাং: দিনাজপুর, থানা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর বিভিন্ন ভাবে বিঘœ সৃষ্টি করিয়া আসিতেছেন উল্লেখ্য যে, বর্তমানে মো: জামিল হোসেনের আবেদন কৃত বড়বাড়ীয়া মৌজার ৬১৫ নং দাগের সম্পত্তি লইয়া নবাবগঞ্জ সহকারী জজ আদালত দিনাজপুর ০১/২০১৮ অন্য মামলাটিও বিচারধীন রহিয়াছে। ইতি পূর্বে একই বিবাদী মো: জামিল হোসেন একই গ্রামের মো: গোলাম মতুর্জা এর গভীর নলকূপের কমান্ডিং এরিয়ার মধ্যে একটি অগভীর ছাড়পত্র ও লাইসেন্স গ্রহন করেন। উক্ত গভীর নলকূপ হইতে ১০০০ ফিটের মধ্যে একটি ৮ ইঞ্চি মিনি ডিপ টিউবওয়েল বোরিং করেন। বিষয়টি নবাবগঞ্জ সহকারী জজ আদালত ০৫/২০১৬ অন্য নং মোকদ্দমা আনয়ন করেন যাহা বিচারাধীন রহিয়াছে। মূলত দরখাস্ত কারীর গভীর নলকূপের কমান্ডিং এরিয়ার মধ্যে বিবাদী মো: জামিল হোসেন এর নামে নিজস্ব কোন আবাদী জমি নাই। ২০১১ ইং সালের উক্ত সেচ বিধির মামলা অনুযায়ী দেশের অন্যান্য এলাকায় একটি গভীর নলকূপ ও একটি মিনি ডিপ টিউবওয়েলের দূরত্ব চর্তুর দিকে ১৭০০ ফিট হইতে হইবে। এমতাবস্থায় পাশাপাশি কম দূরত্বের মধ্যে ডিপ টিউবয়েল স্থাপন হইলে পানির স্তর নিচে নামিয়া যাইবার আশংঙ্খা রহিয়াছে। সুতরাং দরখাস্তকারীর গভীর নলকূপের কমান্ডিং এরিয়ার মধ্যে সেচ বিধি মোতাবেক সেচ কমিটি কর্তৃক মিনি ডিপ টিউবওয়েলের লাইসেন্স বন্ধের আশু পদক্ষেপ গ্রহন করা আবশ্যক। অন্যথায় স্থানীয় চাষী গণ ক্ষতি গ্রস্থ হইবে।
বিধায় প্রার্থনা, উপরোক্ত অবস্থাক্রমে ও ন্যায় বিচারের স্বার্থে বিষয়টি সরজমিনে তদন্ত সাপেক্ষ দরখাস্ত কারীর গভীর নলকূপের কমান্ডিং এরিয়ার মধ্যে বিবাদীর নামীয় লাইসেন্স বন্ধ করার বিহীত আদেশ দানে সুবিচার করিতে আপনার মর্জি হয়।
নিবেদক
(মো: তাহের মন্ডল)
পিতা: মৃত বদর উদ্দিন মন্ডল
সাং:
ডাক:
থানা:
জেলা:
No comments:
Post a Comment